রাজধানীর ক্যান্টনমেন্ট ও শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তাঁদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিষয়ে জানাতে আজ শনিবার বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।