বাংলার প্রতিদিন ডটকম ঃ
প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ময়নামতি নামে বিভাগ হলে কুমিল্লার জনগণ তা মানবে না। প্রয়োজনে স্থানীয় জনগণ এর বিরুদ্ধে রাস্তায় নামবে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি আয়োজিত এক মানববন্ধনে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ময়নামতি নাম বাদ দিয়ে কুমিল্লার নামেই বিভাগ করা হবে।
গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখার নির্দেশনা দেন।
ওই বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, “কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোন জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে”।’
তবে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর দেশের অন্য বিভাগের মতো জেলার নাম যুক্ত করে কুমিল্লা নামেই বিভাগের দাবি জানিয়ে আসছে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রশাসনিক কাঠামোতে বর্তমানে দেশে ৮টি বিভাগ রয়েছে। ‘ময়নামতি’ হবে দেশের নবম বিভাগ