মোঃ আশিকুর রহমান(টুটুল),জেলা প্রতিনিধি,নাটোর ।
সম্প্রতি নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদে আজ শনিবার পবিত্র ঈদুল
ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে বিশেষ ভালনারেবল গ্র“প ফিডিং (ভিজিএফ) কার্যাক্রমের
আওতায় ৩২.৯৮০মেট্রিক টন চাল বিতরণের উদ্বোধন করেন বর্তমান চেয়ারম্যান আব্দুল
হাকিম সরকার । এসময় ওয়ালিয়া ইউনিয়নের ১ হাজার ৬০৪৯টি পরিবারের মাথা পিছু ২০
কেজি হারে বিনা মূল্যে এই চাল বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া
ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান (মাষ্টার ),ওয়ালিয়া ইউনিয়ন
পরিষদের সদস্যও সদেস্যা ও নেতৃস্থানীয় ব্যাক্তি উপস্থিত ছিলেন।