নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)’র সাধারণ
নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার সর্বস্তরের জন সাধারণ।
শনিবার দুপুরে ইউপি কার্যালয় সংলগ্ন চৌ-রাস্তা মোড়ে পাঁচপীর ধর্মপুর
পাঁকা সড়কে এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফুর্ত
ভাবে অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- বি এন পি মনোনীত চেয়ারম্যান পদ
প্রার্থী এম এ মালেক, ৪নং ওয়ার্ড সদস্য পদ প্রার্থী ফুল মিয়া, রেজাউল করিম,
আঃ রউফ সরকার চাঁন প্রমুখ। ইউনিয়নের সাধারণ নির্বাচনের দাবীতে বিক্ষোভ
প্রদর্শন করেন।
বক্তারা বলেন- গত বছরের ৩১ মার্চ এ ইউনিয়নের সাধারণ নির্বাচনের জন্য
ঘোষিত তফসিল মোতাবেক চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য পদে
মনোনায়ন পত্র দাখিল করা হয়। একটি কুচক্রিমহল নিজ স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে
মহামান্য হাইকোর্টে একটি রিটট পিটিশন করে। বিগত ১১ জানুয়ারী
মহামান্য হাইকোর্টে রুল নিঃস্পত্তি অন্তে সাধারণ নির্বাচন পচিালনার আদেশ
দেন। কিন্তু ভুল বসত নির্বাচন কমিশন উপ- তফসিল ঘোষনা করেন।
ফলে সর্বস্তরের মানুষজন সাধারণ নির্বাচনের দাবী জানান।