অনলাইন ডেস্কঃ
জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া জঙ্গির সঙ্গীত্ব ত্যাগ করেননি। জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা বিএনপি এখনো প্রকাশ্যেই জঙ্গির সঙ্গী হয়েই আছে। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাসদ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ইনু বলেন, দেশ জঙ্গি দমনের যুদ্ধ পরিস্থিতি অতিক্রম করছে। জঙ্গিবাদী নেটওয়ার্কগুলো চিহ্নিত হয়েছে। জঙ্গিবাদী নেটওয়ার্কগুলো ধ্বংসের অভিযান চলছে। তবে জঙ্গিরা এখনও সম্পূর্ণ পরাজিত হয়নি। আত্মসমর্পণ করেনি। জঙ্গি দমনের যুদ্ধের চশমা দিয়ে দেশের চলমান রাজনীতি ও ভবিষ্যত রাজনীতির গতি-প্রকৃতি দেখতে হবে।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, রেজাউল করিম তানসেন এমপিসহ অনেকে বক্তব্য রাখেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই জাসদের হাজারো নেতা-কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছিলেন