হেলাল শেখ , ঢাকা ঃ
নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের কর্মবিরতি রাখার ঘোষণা দিয়েছেন সাংবাদিক
নেতারা। আগামী ১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা না হলে আগামী ১৯, ২০ ও ২১
মার্চ তিন ঘন্টা কর্মবিরতি রাখার ঘোষণা দিয়েছেন দেশের সাংবাদিক নেতারা।
সাংবাদিক নেতারা জানান, এই সময়ের মধ্যে কোনো সমাধান না আসলে আগামী ২২ মার্চ
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারক নিয়ে মিছিল করা হবে। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
কোনো আশ্বাস না আসলে ওই দিনই সচিবালয় ঘেরাও করা হবে বলে এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মাস আগের ঘোষণা দেয়া সড়ক অবরোধ কর্মসূচি
পালনকালে সাংবাদিক নেতাদের থেকে এমন ঘোষণা আসে। সাংবাদিক সাগর-রুনিসহ সকল
সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের উপর হামলা, মামলা নির্যাতন বন্ধ করতে হবে। নবম
ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় গণমাধ্যমের মালিকদের উদ্দ্যেশ্যে সাংবাদিক নেতা বুলবুল বলেন, দায়িত্ব পালনের সময় আহত
সাংবাদিকদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে মালিকদের। এটাও আমাদের দাবি। এ ছাড়া সকল পত্রিকা
মাসের পর মাস বেতন দেয় না, তাদের অতিদ্রুত বেতন দেয়ার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া
সাংবাদিক সাগর-রুনি, দীপঙ্কও চক্রবর্তী, মানিক সাহা, হারুনুর রশিদ, সাইফুল আলম মুকুল, রঞ্জু,
শিমুল হত্যার সঠিক বিচারের দাবি জানান এই সাংবাদিক নেতা।