অনলাইন ডেস্কঃ দুর্নীতির অভিযোগ এনে আমাকে ও আমার পরিবারকে অনেক ভোগানো হয়েছে। একটি গোষ্ঠী আমাদের পেছনে লেগে ছিল। কিন্তু তারা কিছুই করতে পারেনি। দুর্নীতির ওই অভিযোগকে গুজব বলে রায় দেন কানাডার সুপ্রিম কোর্ট। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার চট্টগ্রামে শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না। আওয়ামী লীগ দুর্নীতি বা কমিশন-বাণিজ্য করার জন্য ক্ষমতায় আসেনি। তাই কেউ যদি কোনো দুর্নীতি করে, তবে তাকে ছাড় দেয়া হবে না।
নবনির্মিত পানি শোধানাগার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্দরনগরীর দীর্ঘদিনের পানি সংকট লাঘব করবে। তবে পানি শোধন করতে অনেক খরচ। তাই পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হতে হবে।
আর কর্ণফুলী নদীর অবস্থা যেনো বুড়িগঙ্গার মতো না হয়, সেদিকেও নজর রাখবেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুলাহসহ আরো অনেকে।