সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে বিশটি
গ্রামের প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস
গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ভ্রাম্যমান
আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুয়ায়েত হায়াত শিপলুর নেতৃত্বে
সোমবার দুপুরে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা
হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
কাঁচপুর অঞ্চলের ব্যবস্থাপক আব্দুল মোমেন তালুকদার জানান, তিতাস গ্যাসের
অসাধু কিছু ঠিকাদারদের যোগসাজসে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের
আনন্দ বাজার, বৈদ্যের বাজার, সাত ভাইয়া পাড়া, উলুকান্দি, খংসারদি, দামাদরদী,
মোবারকপুর, খামারগাঁও, ছনপাড়া, হাড়িয়া সোনামুহী ও বারদী ইউনিয়নের রিবর,
বাগেরপাড়া, ফুলদী, দলরদী, মিস্ত্রিপাড়া, সেনপাড়া, চাঁন্দেরপাড়া, আলগীরচরসহ
বিশটি গ্রামের ১০ কিলোমিটার গ্যাস সংযোগ দেয়। বিষয়টি তিতাস গ্যাস
কর্তৃপক্ষের নজরে এলে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওইসব
এলাকার প্রায় পাঁচ হাজার অবৈধভাবে আবাসিক সংযোগ বিছিন্ন করা হয়।
তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগকারী ঠিকাদারদের চিহ্নিত করে তাদের
বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী অভিযোগ করেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ,
যুবলীগ, ও ছাত্রলীগের নেতারা একটি সিন্ডিকেট তৈরী করে সাধারণ মানুষের কাছ
থেকে অবৈধ ভাবে কোটি কোটি টকা হাতিয়ে নিয়েছেন। বৈদ্যারবাজার
এলাকায় যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য রুবায়েত হোসেন শান্ত, বৈদ্যের
বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফের ছেলে মোহাম্মদ উল্লাহ,
স্থানীয় যুবলীগ কর্মী ফারুক হোসেন, রবি উল্লাহ, সানোয়ার হোসেন, স্বাধীন
মিয়া, সুকুমার, মাসুম মিয়া ও জাহাঙ্গীর হোসেন বারদী এলাকায় যুবলীগ কর্মী
নাজমুল হোসেন, নাসির মিয়া, মোবারক হোসেন, জাতীয় পার্টির নেতা রফিক
মেম্বার, রমজান আলী, অহিদ মিয়া, সহ একটি সংজ্ঞবদ্ধ বাহীনি অবৈধ ভাবে
গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
দিনমজুর জাহাঙ্গীর হোসেন জানান, কিস্তির টাকা তুলে আমরা গ্যাস সংযোগ
নিয়েছি। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ফলে আমরা এখন কোথায় দাড়াব।
স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাপের মুখে আমরা গ্যাস
সংযোগ নিতে বাধ্য হয়েছি। আমাদের গ্যাস সংযোগ বৈধ করার জন্য মাননীয়
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
রিবর গ্রামের আয়েশা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গরীব মানুষ কত কষ্ট
করে গ্যাস সংযোগ নেওয়ার জন্য ৩০ হাজার টাকা দিয়েছি, এখন আমাদের গ্যাস
সংযোগ কেটে দেওয়া হয়েছে। আমাদের কি অপরাধ ছিল?
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সোনারগাঁও উপজেলা সহকারী-কমিশনার (ভূমি)
রুবায়েত হায়াত শিপলু জানান, তিতাস গ্যাসের অনুমতি ছাড়াই উপজেলার
বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ প্রায় পাঁচ
হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত
থাকবে।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল
ইসলাম ভুইয়া জানান, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নাম ভাঙ্গিয়ে যে সকল
লোকেরা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের
বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।