সেলিম হায়দার,তালা :
তালা উপ-শহরের বিভিন্ন এলাকায় রোজাদারদের সম্মানে শুক্রবার বিকালে তালা
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। তালা উপজেলা
নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের মহতি উদ্যোগে এবং বে-সরকারী
সংস্থা উত্তরণ এর সহযোগিতায় উক্ত ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ফরিদ হোসেন, তালা থানার অফিসার্স ইনচার্জ মোঃ
ছগির মিঞা,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, প্রেস
ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জলিল আহমেদ, তালা
রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, ইউপি
সদস্য আব্দুর রাজ্জাক, মীর কল্লোল,বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোয়াজ্জেম
হোসেন রঞ্জু, কাজী লিয়াকত, উত্তরণ এর মোঃ রেজওয়ানউল্লাহ প্রমুখ। এ
সময় উপ-শহরের বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে তিন শতাধিক রোজাদারের
হাতে ইফতারীর প্যাকেট তুলে দেয়া হয়। বিতরণ শেষে উপস্থিত সকলে
মোবারকপুর ওয়াপদা এলাকার ছিন্নমূল মানুষের সাথে ইফতারে শরীক হন।
ইফতার বিতরণ