নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে জাতীয় প্রস্তুতি দিবস পালিত
হয়েছে।
গত ১২ মার্চ রবিবার উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ও
এসকেএস ফাউন্ডেশনের সহযোগীতায় পরিষদ চত্তরে আলোচনা সভা, রচনা
প্রতিযোগীতা ও কবিতা লেখার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার ও অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রস্তুতি দিবস উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি ধুবনী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে বিজয়ীদের মাঝে
পুরষ্কার বিতরণ করা হয়।