বাংলার প্রতিদিন ডটকমঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি দরবার শরিফে কথিত পীর ও তাঁর এক নারী মুরিদকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলাগ্রামে এ ঘটনা ঘটে।
কথিত পীরের নাম ফরহাদ হোসেন চৌধুরী (৬০)। আর নারী মুরিদের নাম রূপালী (২৮) বলে জানা গেছে।
ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার হামিদুল হকসব পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দৌলাগ্রামের একটি বাড়িতে এই দরবার শরিফটির অবস্থান। এর নাম ‘মোহাম্মদী কাদেরিয়া দরবার শরিফ’।
সেখানে থাকা এলাকাবাসী জানান, ৭৮ বছর ধরে এই দরবার শরিফটি চলছে।এটি চালাতেন ফরহাদ হোসেন চৌধুরী। সেখানে মাঝে মাঝে মুরিদরা আসতেন এবং জিকির করতেন। আজ ৬-৭ জন দুর্বৃত্ত দরবার শরিফে ঢুকে দুজনকে প্রথমে গুলি করে এবং গলা কেটে হত্যা করে।