আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালত অনৈতিক কার্যকলাপে দায়ে কপোত কপোতিকে
জরিমানা করেছে।জানা যায়, লক্ষীপুর জেলার মাসুদ(৪৫) দীর্ঘ দিন থেকে আত্রাই উপজেলায় নির্মানধীন বিল্ডিংয়ের
ঠিকাদারী কাজ করার সুবাধে উপজেলার নতুন প্রসাশনিক ভবনে অবন্থান করে আসছিল। এর এক পর্যায়ে গত
সোমবার গভীর রাতে মাসুদ বরিশালের ভানিরী পাড়ার সাথী আক্তার (২৭)কে স্ত্রী পরিচয়ে নতুন ভবনে অনৈতিক
কার্যকলাপ করার সময় স্থানীয় জনগন হাতে-নাতে আটক করে আত্রাই থানা পুলিশের নিকট সৌর্পদ করেন। গতকাল
মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও মো:মোখলেছুর রহমান মাসুদ ও সাথীকে দু’শত টাকা জরিমানা করে
তাৎক্ষনিক তা আদায় করেন এবং মেয়ে সাথীকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন।