বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকনির্ভর দল। বর্তমানে বিবৃতি আর ফেসবুকের বাইরে তাদের কোনো কর্মকাণ্ড নেই। মন্তব্য করলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।মঙ্গলবার দুপুরে খুলনা সার্কিট হাউসে তিনি এ মন্তব্য করেন।এসময় জাপা মনোনীত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমানের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন এরশাদ।প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, জাতীয় পার্টির ওপর বিএনপি যে নির্যাতন করেছে, এখন তার ফল ভোগ করছে দলটি। ২৬ বছর ক্ষমতার বাইরে জাপা। এর মধ্যে ৬ বছর আমি জেলে ছিলাম। তা সত্ত্বেও আমার দল টিকে আছে। বর্তমানে রাজনীতিতেও জাতীয় পার্টির অবস্থান ভালো।ক্ষমতায় থাকার সময় জাতীয় পার্টির বাস্তবায়ন করা খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্ণনা তুলে ধরে এরশাদ বলেন, আমার আমলেই খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে ওঠে। এলাকার মানুষ তার সুফল ভোগ করছে। আসছে দিনে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকবে। আসছে জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ আসনেই প্রার্থী দেয়ার পরিকল্পনা আছে। সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে পাওয়া নামের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে।এতে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাপা চেয়ারম্যানের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখত, জেলা সভাপতি শফিকুল ইসলাম, চেয়ারম্যানের সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, কেন্দ্রীয় নেতা মোল্লা মুজিবর রহমান ছিলেন।মুশফিক গেলো ২৮ জানুয়ারি জাতীয় পার্টিতে যোগ দেন। ১৩ ফেব্রুয়ারি খুলনায় সংবাদ সম্মেলন করে জাপার হয়ে সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হবার ঘোষণা দেন।এদিকে, এস এম মুশফিকুর রহমানকে দলে অন্তর্ভুক্ত ও মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করায় গেলো সোমবার রাতে পদত্যাগ করেন জাতীয় পার্টির খুলনা মহানগর শাখার সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক গাউসুল আজম।একই দিন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দিয়েছেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এম এ আল মামুন, সদস্য কাজী শরিফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।