এম শিমুল খান, গোপালগঞ্জ : আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,
বাংলাদেশে আর কোনো দিন কোনো অবৈধ শক্তি ক্ষমতায়
আসতে পারবে না। কোনো দ্বিতীয় শক্তি বা তৃতীয় শক্তির
অস্তিত্ব এদেশে নেই। সব শক্তিই হলো শেখ হাসিনা। তিনি
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাজুলিয়া-
শেওড়াবাড়ী-ডোমরাশুর সড়কের ওপর ব্রিজের উদ্বোধন শেষে
স্থানীয় পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমি মাঠে এক
সমাবেশে তিনি এ সব কথা বলেন তিনি।
শেখ সেলিম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া হলেন জঙ্গি
নেত্রী। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করে
দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন। যাতে আর
কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় আসতে না পারে। তিনি
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি আবু দাউদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব
আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার
রহমান বাচ্চু, পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমির প্রধান
শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।