নাটোর ব্যুরো অফিস:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির সিপাইপাড়া বাল্য বিয়ের হাত
থেকে রক্ষ পেল এসএসসি পরীক্ষার্থী খাদিজা খাতুন।
খাদিজা সিপাইপাড়া গ্রামের রান্টু সিপাইয়ের মেয়ে এবং ওয়ালিয়া
হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে
তার বিয়েরে আয়োজন চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহির ও লালপুর
থানা পুলিশের একটি দল রান্টুর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে বাল্য
বিবাহ দেওয়র অপরাধে মেয়ের পরিবার ১ হাজার টাকা জরিমান করেন এবং বাল্য
বিয়ের কুফল সম্পর্কে মেয়ের পরিবার কে অবগত করলে বাল্য বিয়ে নিজে
দিবেনা ও অন্যকে বাল্য বিয়ে থেকে বিরত রখবে এই মর্মে মেয়ের বাবা রান্টু
সিপাই মুচ লেখা দিলে বাল্য বিয়ে টি বন্ধ করা হয়।