ঢাকা- অনেকটা হঠাৎ করেই নিজেদের লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিজেদের প্রতিষ্ঠাকালীন ‘আক্বিমুদ্দিন’ (দ্বীন প্রতিষ্ঠা কর) লেখা লোগোর পরিবর্তে দলটি লোগোতে লাল সবুজের ব্যবহার শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতির মধ্য দিয়ে এ বিষয়টি প্রকাশ্যে আসে। বিবৃতির প্যাডে নতুন লোগো ব্যবহার করা হয়।
বিবৃতিতে দেখা গেছে, জামায়াতের আগের লোগোয় আরবিতে ‘আক্বিমুদ্দীন’ লেখা ছিল। গম্বুজের ভেতরে আল্লাহু শব্দের মধ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ছিল। এই দাঁড়িপাল্লাই দলটির নির্বাচনি প্রতীক। আগের প্যাডে কালো রঙে দলের নাম থাকলেও নতুন প্যাডে লাল অক্ষরে নাম ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। পাশাপাশি প্যাডের ওপরে সবুজ রঙে বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা হয়েছে।