মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক মানের
স্টেডিয়ামের দাবিতে বৃহস্পতিবার দুপুরে (১৬ মার্চ) গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন কর্মসূচি
পালন করা হয়েছে। শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে
ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেলোয়াড়,
সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক পৌরসভার চেয়ারম্যান ও আন্দোলন কমিটির সমন্বয়কালী
বখতিয়ার কবীর। তিনি বলেন, সৈয়দপুর স্টেডিয়ামের ৭ একর ৬ শতক জমিতে আন্তর্জাতিক মানের
স্টেডিয়াম তৈরি সহজে করা সম্ভব। কারণ সৈয়দপুরে রেল, বাস ও বিমানের যোগাযোগ ছাড়াও রেলওয়ে
পুলিশের এসপি অফিস ও পাশে উত্তরা ইপিজেডসহ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল রয়েছে। দাবির
সপক্ষে আগামিতে আরও নতুন নতুন কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।