স্পোর্টস ডেস্কঃ
একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা। একে তো এক রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি তামিম ইকবাল আর ইমরুল তো ভালোভাবে সেট হয়েও উইকেট দিয়ে এসেছেন, তার ওপর আচরণবিধি লঙ্ঘন করার জরিমানা করা হয়েছে বাংলাদেশের এ দুই ক্রিকেটারকে।
খেলোয়াড়ের আচরণবিধির ২.১.১ ধারা ভঙ্গ করায় তামিম ও ইমরুলের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে তামিম ও ইমরুল দুজনই একই অপরাধ করেছেন।
হেরাথের বলে তামিমের বিরুদ্ধে লেগবিফোরের আবেদন উঠলে ব্যাট দেখিয়ে তিনি আম্পায়ারকে জানান দেন, বল তাঁর ব্যাটে লেগেছে। আর লাকমলের বলে ইমরুল থাই প্যাডের দিকে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ারের প্রতি ব্যাটসম্যানদের এমন দৃষ্টি আকর্ষণের চেষ্টা আইসিসির আচরণবিধি পরিপন্থী। আর এ কারণেই জরিমানা করা হয়েছে তাঁদের।
খেলা শেষে ফিল্ড আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে তামিম ও ইমরুলের বিরুদ্ধে অভিযোগ করেন। আর শুনানি শেষে সেটা মেনেও নিয়েছেন বাংলাদেশি এ দুই ব্যাটসম্যান।
বাংলাদেশের ইনিংসে তামিম ৪৯ ও ইমরুল কায়েস ৩৪ রান করেন।