মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে পৃথক অগ্নিকান্ডে ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে
যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ১৩
নম্বর মায়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী
ছাগলখাইয়া এলাকার সাবেক ইউপি সদস্য এমরান হোসেনের
বাড়িতে আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে
ক্ষতিগ্রস্ত হয় মৃত মফিজুর রহমানের পুত্র প্রবাসী সিরাজুল
ইসলামের বসতঘর। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার
(১৬ মার্চ) সন্ধ্যা ৭ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয় এলাকাবাসী ও মিরসরাই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ওইদিন বাড়ীতে সিরাজুল
ইসলামের পরিবারের কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। মায়ানী
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হক আজাদ
আগুনে প্রবাসী সিরাজুল ইসলামের বসতঘর পুড়ে যাওয়ার সত্যতা
স্বীকার করেন।
অপরদিকে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের উত্তর
হাইতকান্দি গ্রামের মিঝি বাড়ীতে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত
২ টার সময় অগ্নিকান্ডে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে ছাই
হয় আব্দুর রউফের পুত্র আনোয়ার উদ্দিন, আব্দুর রহিমের পুত্র মীর
হোসেন ও আব্দুর রাজ্জাকের পুত্র শহীদের বসতঘর। এতে প্রায় ৫
লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন
নিয়ন্ত্রণে আনে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ
লিডার আবু মোহাম্মদ শরীফ জানান, আনোয়ার উদ্দিনের বসতঘরে
রাতে কেউ ছিল না রাত ২ টার সময় তার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট
সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ৩ টি বসতঘর পুড়ে
ছাই হয়ে যায়। আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫
লক্ষাধিক টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়।