বাংলার প্রতিদিন ডটকম ঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা ছায়ানীড় ভবনে নিহত ৪ জঙ্গির মধ্যে ২ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালিকায় মিরপুরের নিখোঁজ ২ ছাত্র হতে পারে! তারা সম্পর্কে খালাতো মামাতো ভাই ও ইংরেজি মাধ্যমের ছাত্র।শুক্রবার দুপুরে সীতাকুণ্ডে দু’জঙ্গি আস্তানার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এসব কথা বলেন। তবে এ ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন এবং ডিএনএ টেস্ট করার পর মূল সত্যতা বেরিয়ে আসবে বলেও জানান। নুরে আলম মিনা বলেন, সীতাকুণ্ডের নামারবাজার সাধন কুঠির জঙ্গি আস্তানা থেকে এক দম্পতিকে আটক করতে পারলেও পুলিশ অভিযানের আগেই এ বাসা থেকে ২ যুবক ল্যাপটপ নিয়ে পালিয়ে যান। পুলিশ তাদের ধরতে পারেনি। ছায়ানীড় ভবনে নিহত স্বামী-স্ত্রী ছাড়া নিহত অপর ২ জন ল্যাপটপ নিয়ে পালিয়ে যাওয়া ২ যুবকও হতে পারে।তিনি বলেন, ছায়ানীড়ের জঙ্গি আস্তানা থেকে ল্যাপটপ না পাওয়ায় সেই ধারণা অনেকটা দৃঢ় নয় পুলিশের। হয়তো নিহত ২ যুবক মিরপুরের নিখোঁজ ২ ছাত্র হতে পারে।রাজধানীর গুলশানে হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারাদেশে নিখোঁজদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশে নিখোঁজের তালিকায় পাওয়া যায় ২৬১ জন। চট্টগ্রামে নিখোঁজের তালিকায় ছিলেন ৩৪ জন। নিখোঁজদের ব্যাপারে খবরাখবর নিতে অভিভাবকদের সঙ্গে আলাপ-আলোচনা করে পুলিশ প্রশাসন। এদের মধ্যে কেউ কেউ ফিরে আসেন ও কেউ কেউ বিদেশে রয়েছেন এমন খবর জানায় তখনকার পুলিশ সুপার হাফিজ আক্তার। ওই সময় বাকি নিখোঁজদের ব্যাপারে তৎপর ছিল পুলিশ।ছায়ানীড় ভবনে নিহত ২ জঙ্গি মিরপুরের নিখোঁজ হওয়া ২ জন হতে পারে উল্লেখ করে নুরে আলম বলেন, চট্টগ্রামের নিখোঁজদের তালিকা দেখে ফের খোঁজ-খবর নেয়া হবে।