অনলাইন ডেস্কঃ
রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।নিজস্ব সংবাদমাধ্যম আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এ দাবি করে জঙ্গি সংগঠনটি।এতে বলা হয়, ঢাকার হাজি ক্যাম্পের কাছে প্রস্তাবিত র্যাবের সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে।বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী র্যাবের অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালায় এক যুবক। এতে সে ও দু’র্যাব সদস্য আহত হন।দু’র্যাব সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে।ওই ঘটনার পর র্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান, আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত এবং দু’র্যাব সদস্য আহত হয়েছেন। র্যাব সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত। নিহত জঙ্গি কোন দলের সদস্য তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করেই সব জানানো হবে।