আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের অরলি এয়ারপোর্টের বাইরে দায়িত্বরত এক সৈন্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গুলি করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর বিমানবন্দর ও আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় সকালে প্যারিসের ব্যস্ততম বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি সৈন্যের অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই খবরের পর বিমানবন্দরটিতে সদ্য অবতরণকারী ফ্লাইটগুলো থেকে যাত্রীদের নামতে মানা করা হয়েছে। বোমা নিষ্ক্রীয় দলের সদস্যরা তাদের নিরাপত্তা অপারেশন অব্যাহত রেখেছে।
গত মাসে প্যারিসের লুভর মিউজিয়ামে এক সৈন্যের ওপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান। পরে তাকে গুলি করে আহত করা হয়।
অরলি প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।
এদিকে, নিরাপত্তা বেষ্টনী থেকে দূরে থাকার জন্য মানুষকে সতর্ক করে দিয়েছে দেশটির পুলিশ।
সূত্র: বিবিসি, এএফপি।