ঢাকা: গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিম ইউনিটের ছয় সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন।
রোববার (০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।
এর পরপরই মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়ি ভেতরে ঢুকতে দেখা যায়।
এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে তিনটি গাড়ির বহরসহ ঘটনাস্থলে পৌঁছান। পরিদর্শন শেষে বেরিয়ে যান তিনি।
এখনো ঘটনাস্থল থেকে ৫০ গজের ভেতরে সাধারণ নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যাদের বাসা ওই ৫০ গজের মধ্যে তাদের তল্লাশি ও জিজ্ঞাসবাদ করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
গত শুক্রবার (০১ জুলাই) রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজেন বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) একদল অস্ত্রধারী দেশি-বিদেশি কয়েকজনকে জিম্মি করে।
খবর পেয়ে সেখানে অভিযান চালাতে গেলে তাদের গ্রেনেড হামলায় নিহত হন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। আহত হন কমপক্ষে আরও ৪০ জন।
সন্ত্রাসীরা রাতে ওই রেস্তোরাঁয় তিন বাংলাদেশিসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন শনিবার সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। গ্রেফতার হয় একজন। আর ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।