সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল এক যুবককের।
নিহত যুবককের নাম, মো. দারদার মিয়া। সে উপজেলার দক্ষিণ বড়দল
ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আহাদ মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার বিন্নারবন্দ গ্রামের দারদার মিয়া গ্রামের
সামনে খেয়ানৌকা পারাপার হতে অপক্ষেরত থাকায় শনিবার সকালে
ঝড়র সাথে তার ওপর বজ্রপাত পড়লে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে
পরে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে জেলা সদর
হাসপাতালে নিয়ে গেলে সেখাসে চিকিৎিসাধীন অবস্থায় বেলা
পৌণে দু’টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পরে।
উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল মনাফ
দারদার মিয়ার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত
করেছেন।