সেলিম হায়দার,তালা
সাতক্ষীরার তালায় প্রতি বছরের ন্যায় এবারও এতিম,
প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের মধ্যে ঈদ পোশাক বিতরণ করেছে
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শফিউল্লাহ্ধসঢ়;-শাইকাতুন্নেসা
মেমোরিয়াল সোসাইটি। রোববার তালা উপজেলার জাতপুর
বালিকা বিদ্যালয় মাঠে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির
হোসেন, শিপার নির্বাহী পরিচালক মুরশীদা পারভীন,
জাতপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় সরকার
বিভাগ বাস্তবায়নাধীন এলজিএসপি-২ প্রকল্পের কর্মকর্তা
রাশেদুল ইসলাম এবং উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার
মোহাম্মদ উল্লাহ।
প্রসঙ্গত, সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের
তৎকালীন জমিদার খানবাহাদুর কাজী সালামতউল্লাহর বংশধর
লন্ডন প্রবাসী মন্টি সিদ্দিক ও তার পরিবার কাজী মোহাম্মদ
শফিউল্লাহ্ধসঢ়;-শাইকাতুন্নেসা মেমোরিয়াল সোসাইটি
প্রতিষ্ঠা করেন। মন্টি সিদ্দিক তার সঞ্চিত অর্থ দিয়ে
সমাজ উন্নয়ন ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে
আসছে।