রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর
ইউপি উপ-নির্বাচণে আ’লীগের দু’ বিদ্রোহী
প্রার্থী মো: এজি মাহমুদ ও ওমর ফারুককে উপজেলা
রির্টাণিং অফিসারের কার্যালয় অবরোধ ও চেয়ারম্যান পদে
মনোনয়ন ফরম বিতরণে বাধাবিঘœ করার অভিযোগ পাওয়া
গেছে। এ সময়ে ওই প্রার্থীদ্বয়ের কর্মি ফয়সাল,
হাছান,মানিক,রফিক, সহিদকে মারধর করে আ’লীগের দলীয়
প্রার্থীর কর্মিরা।
সৃষ্ট ঘটনায় প্রার্থী মাহমুদ ও ওমর ফারুক
সাংবাদিকদেরকে জানান রোববার সকাল দশটা থেকে
চেয়ারম্যান পদে প্রার্থীরা উপজেলা রির্টাণিং কার্যালয়ে
মনোনয়ন ফরম ক্রয় করতে দুবৃত্তদের বাধা ও প্রার্থীর
সমর্থকদেরকে মারধর করলেও উপজেলা রির্টাণিং অফিসার
পুলিশ প্রশাসনের সহায়তা নেয়নি।
আ’লীগের দলীয় প্রার্থী পান্না আক্তার জানান তাঁর কোন
কর্মি রিটার্ণি অফিসে কোন প্রার্থীকে নাজেহাল
করেননি।
উপজেলা রির্টাণিং অফিসার মো: হারুনুর রশিদ জানান
বাধাবিঘœ ঘটনাটি অফিসের বাহিরে হয়েছে।
থানার ওসি তদন্ত জাফর আহম্মেদ জানান রিটার্ণি
অফিসার পুলিশের সহায়তা চায়নি। অবরোধ
দু’প্রার্থীকে পুলিশের সহায়তা রির্টাণিং অফিস
থেকে ফরম নিয়ে গন্তব্যস্থলে যেতে সহায়তা করেছি।
উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ জানান তিনি
জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনারে ছিলেন।
প্রার্থীদের মুঠোফোণে অবরোধ সংবাদ জানতে পেরে ওই
অফিসে পুলিশ পাঠিয়েছি।