বাংলার প্রতিদিন ডটকম ঃ রাজধানী থেকে জাল পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।রোববার রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।র্যাব-১০ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট, ভিসা তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট ভিসা ও বিমানের জাল টিকিট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।অপর দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিদেশী পিস্তল-ম্যাগজিনসহ একজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে র্যাবের সংবাদ সম্মেলনে।