ঢাকা : ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) গাড়ি বোমা হামলায় বহু নারী-শিশুসহ কমপক্ষে ১৩০ জন নিহত এবং আরও ২০০ মানুষ আহত হয়েছেন। ইরাকি পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ জানিয়েছে।
শনিবার বাগদাদের কারাদা জেলার একটি রেস্টুরেন্ট ও শপিং কমপ্লেক্সের সামনে রাখা গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে এই ব্যাপক হত্যাযজ্ঞ ঘটে। মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষদিকে এবং ঈদের আগে আগে বাগদাদের সড়কগুলোতে ছিল শপিংয়ের ব্যস্ততা। আর টিক এই সুযোগেই হামলা চালায় আইএস।
দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয় বাগদাদের উত্তরের শিয়া অধ্যুষিত একটি এলাকায়। ঐ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। চলতি বছরে ইরাকে আইএসের ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি এই হামলা।
নিহদের মধ্যে অনেকেই নারী ও শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, অনালাইন বিবৃতিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার।