জাকির হোসেন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)থেকে :পীরগঞ্জে আলহাজ্ব মোবারক
আলী ও আলহাজ্ব জমিলা খাতুন চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যোগে গরিব ও
মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গত সোমবার
সকালে ট্রাষ্টের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ১২টি বিদ্যালয়ের ৯৬ জন ছাত্র-
ছাত্রীর প্রত্যেককে এক হাজার দুশ’ করে এক লক্ষ ১৫ হাজার দুশ’ টাকা
প্রদান করা হয়। এ উপলক্ষ্যে মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সাধারণ
সম্পাদক আলহাজ্ব ইমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম
খন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ্ধসঢ়;, চ্যারিটেবল ট্রাষ্টের
ট্রাষ্টী জাহিদুর রহমান জাহিদ, সাবেক মেয়র রাজিউর রহমান রাজু,
প্রান্তকথার প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, ট্রাষ্টের সদস্য রেজাউল করিম
রাজা ও কামরুজ্জামান, প্রেসক্লাব সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন ও
কাজী নুরুল ইসলাম প্রমূখ।