ঢাকা : ‘মা আজ মুরগির মাংশ খেতে ইচ্ছে করছে, মুরগি রান্না করো…।’ মাকে বললো ছেলে। মা সঙ্গে সঙ্গেই বললেন, ‘মুরগি পাবো কই? মুরগি রান্না করতে পারবো না।’ মায়ের কাছ থেকে এমন উত্তর পাওয়ায় ক্ষেপে যায় ছেলে কালে হেমব্রম। আর সেই রাগ থেকে জন্মদাত্রী মাকে হত্যা করলো সে।
নজিরবিহীন ঘটনাটি ঘটেছে ভারতের কান্দ্রা থানা এলাকার শ্রীধরপুর গ্রামে। ঘটনার পরপরই অভিযুক্ত কালে হেমব্রমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছেলেকে সঙ্গে নিয়েই ছোট্ট একটি ঘরে থাকতেন সোমবারী হেমব্রম। অভাবের সংসার, নূন আনতে পান্তা ফুরায়।
খাবার নিয়ে মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ঝগড়া হতো ছেলে কালে হেমব্রমের। সেই বিবাদ চরমে ওঠে মুরগি নিয়ে। বকাটে ছেলে মুরগির মাংশ খেতে চায়, কিন্তু রান্না করতে পারবেন না তা প্রথমেই ছেলেকে জানিয়ে দিয়েছিলেন সোমবারী।
কেন মুরগি রান্না হবে না? সেই প্রশ্ন তুলে মায়ের উপর আক্রমণ করে বসে কালে হেমব্রম। বাড়িতেই থাকা লোহার রড দিয়ে মায়ের মাথায় আঘাত করে সে। প্রচুর রক্তক্ষরণের পর ঘটনাস্থলেই মারা যান সোমবা