আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ডিবি
পুলিশের মাদক বিরোধী করা অভিযানে ২০ বোতল ফেন্সিডিল সহ মো:
হাসান আলী ওরফে ডাইল হাসান (২৬) নামে এক যুবককে আটক করা
হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১.৫০ মিনিটে পীরগঞ্জ থানাধীন
ভোমরাদহ দুরুরা গ্রাম থেকে তাকে মাদক সহ আটক হয়।
হাসান আলী রহিমানপুর ইউপি’র মাদারগঞ্জ মৌভাষী এলাকার জালাল
মিয়ার ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর
আলম ও এএসআই মোয়াজ্জেম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি
টিম পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের দুরুরা গ্রামের জনৈক মিনুক
রায়ের বাসার সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক
বিক্রেতা হাসান আলী (ডাইল হাসান) কে আটক করা হয়। ডিবি
পুলিশ জানান, আটক হাসানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা
হয়েছে।
ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম আটকের
সত্যতা নিশ্চিত করেছেন ।