বাংলার প্রতিদিন ডটকম ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কেবল ক্ষমতা পাকাপোক্ত করতেই ব্যস্ত ছিল। শিক্ষার্থীদের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছিল। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ২৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের প্রতি নজর বাড়াতে উপাচার্যদের নির্দেশ দেন।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে চতুর্থ বারের মতো কৃতি শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০১৩ এবং ২০১৪ সালের ২৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর অবৈধভাবে ক্ষমতাদখলকারীরা ক্ষমতা পাকাপোক্ত করতেই শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ শিক্ষাখাতের উন্নয়নে কাজ শুরু করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা জাতির দিকে, মানুষের দিকে তাকায়নি। তাদের অবৈধভাবে অর্জিত ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্যই সবথেকে ব্যস্ত থাকতো এবং নিজেদের আর্থ-সামাজিক উন্নতির দিকেই তাকাতো।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছিলো। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলে মেয়েদের এক হাতে যেমন পুরষ্কার তুলে দিয়েছে আরেক হাতে তুলে দিয়েছে অস্ত্র।’
জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আরো নজরদারি বাড়াতে উপাচার্যদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশের জন্য কাজ করতে আহ্বান জানান শেখ হাসিনা।
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠতে বাংলাদেশের বিজয়ের ইতিহাস জানার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।