অনলাইন ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস-২০১৭ উপলক্ষে স্বশস্ত্র বাহিনীর আয়োজনে জাতীয় প্যারেড স্কয়ারে বুধবার বিকেলে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- তিন বাহিনী প্রধান ও স্বশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে তিন বাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র, যুদ্ধ ক্ষেত্রের হালকা ও ভারী সরঞ্জাম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ২৩ থেকে ২৯শে মার্চ পর্যন্ত চলবে স্বাধীনতার মাস উপলক্ষে স্বশস্ত্র বাহিনীর এই আয়োজন।