হেলাল শেখ ,ঢাকা ঃ
রাজধানীর নিকটবর্তী ঢাকার আশুলিয়ার জামগড়ার রাস্তার বেহাল দশায় বাড়ছে জনদূর্ভোগ। শিল্প
কারখানার বর্জ্য পানি ফেলায় বিভিন্ন রাস্তার এমন বেহাল দশা হয়েছে বলে জনগণের অভিযোগ।
২৩ মার্চ সরেজমিনে গিয়ে ঢাকার নিকটবর্তী আশুলিয়ার বাইপাইল ট্রাফিক মোড় থেকে
গাজীপুর জেলার টঙ্গী পর্যন্ত মহাসড়ক ও আশপাশের রাস্তাগুলো দেখে মনে হয় চাষ করা ধানের জমি। জানা
যায়, কারখানার বর্জ্য ময়লা পানি ও পলিথিন রাস্তায় ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে
পড়েছে।ড্রেনের পানি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে অনেক কারখানার সামনের রাস্তায় বর্জ্য
পানি ঢেলে দেয় কারখানার মালিকরা। বর্ষা মৌসুম না আসতেই দেখা যাচ্ছে রাস্তার উপরে অনেক
পানি। জনগনের প্রশ্ন উঠেছে, সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও কোনো কাজ
করতে দেখা যাচ্ছে না।
ঢাকার আশুলিয়ার জামগড়া চৌ-রাস্তার আশপাশের ড্রেনের মুখ বন্ধ হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলে
মনে হয় বর্ষাকাল।“আশুলিয়ার যেখানে-সেখানে ছোটো বড় প্রায় সব রাস্তারই বেহাল দশা” সেই
সাথে কিছু শিল্প কারখানার বর্জ্য ময়লা পানি রাস্তায় নামিয়ে দেওয়ায় পানির রং পাল্টে যায়। এ ব্যাপারে
স্থানীয় জামগড়ার ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ময়লা পানি থেমে থাকার কারণে রাস্তা দিয়ে
হাঁটা বিপদজনক হয়ে পড়েছে। জামগড়া খাবার হোটেল ব্যবসায়ী ফারক বলেন, বর্ষাকাল নয় এখন
সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন, যেখানে সেখানে গর্ত হয়ে আছে, গাড়ির চাকার
ধাক্কায় পানি ছিঁটকে কাপড় নষ্ট হয়।
এ বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, কিছু শিল্প কারখানার বর্জ্য পানি ও পলি
রাস্তায় ফেলার কারণে ড্রেনে ময়লা জমে যায়, এর কারণে পানি যেতে পারে না। তিনি বলেন, জরুরী ভাবে
ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পরিবেশ অধিদফতর কর্মকর্তা মেহেদীর সাথে আলাপ করলে তিনি বলেন,
আশুলিয়ার যে সকল শিল্প কারখানার ড্রেনের ব্যবস্থা নেই এবং যারা পরিবেশ দূষণ করছেন তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।