স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।লিওনেল মেসির একমাত্র গোলে, চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিলো না আর্জেন্টিনার।খেলার প্রথমার্ধেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এরপর চিলি আর কোনোভাবেই গোলশোধ করতে পারেনি। ম্যাচের ছ’মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দিয়ে উল্লাসে মেতে উঠলেও রেফারির অফসাইডের বাঁশি বেজে উঠে। ফলে গোল হতাশায় ডুবতে হয় চিলিয়ানদের। ২০১৮ বিশ্বকাপ মিশনে পয়েন্ট টেবিলে চিলিকে টপকে শীর্ষ চারে উঠে আসলো মেসির আর্জেন্টিনা।অন্যদিকে পাওলিনহোর হ্যাটট্রিকে উরুগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে অপর গোলটি করেন নেইমার।