বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ
ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলাপ্রশাসন। এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ১০ জন নিহত হন। আহত বেশ ক’জন।পরে ফায়ার সার্ভিস ঘটানস্থলে এসে উদ্ধার করেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছে।তারা হলেন- তারাকান্দা উপজেলার আজিজুল ইসলাম, তার স্ত্রী রেজিয়া বেগম এবং তাদের ৩ সন্তান মেহেদী হাসান, নয়ন, ও সিজান।অন্যরা হলেন, শেরপুরের সিরাজুল ইসলাম, শাহজাহান হোসেন, আব্দুল কদ্দুস, মো. সেলিম। বাকী একজনের নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট নিয়ে ট্রাকটি জামালপুর যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার চালায়। ঘটনাস্থলেই ৯ জন মারা যান। অন্যজন হাসপাতালে মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।