বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ
বিমানবন্দরের সামনে গোলচত্বরে আত্মঘাতী হামলা হয়নি। নিহত ব্যক্তি বোমা বহন করছিলেন। হয়তো কোথাও নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পুলিশের কড়াকড়ি চেকপোস্ট দেখে সর্তকতা অবলম্বন করতে গিয়ে বিস্ফোরণে নিহত হন।
বললেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা। শুক্রবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের পর রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। আছাদুজ্জামান মিঞা বলেন, এ ঘটনায় পুলিশের কোনো ক্ষতি হয়নি। ইচ্ছা থাকলে সে পুলিশের চেকপোস্টে হামলা চালাতে পারতো।
প্রাথমিক তদন্তে তা স্পষ্ট। তার ব্যাগ ও দেহ তদন্ত করলে এ নিয়ে পরিস্কার জানা যাবে। তিনি আরো বলেন, এ বোমা কি কারণে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করলেই বোঝা যাবে। আমরা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছি। সব জায়গার আরো নিরাপত্তা জোরদার করেছি।
শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের গোলচত্ত্বরে পুলিশ চেকপোস্টের সামনে বোমা বিস্ফোরণে ১ জন নিহত হন। নিহতের বয়স আনুমানিক ২৩-২৫ বছর। ঘটনার পর থেকে পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। র্যাবের ডিজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সেখানে রয়েছে ক্রাইম সিন ইউনিটের একটি টিম।এর আগে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া ঘটনার তথ্য গণমাধ্যমকে জানা