আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মুঁই কোন দিন জয়পুরহাটেই যাওনি মোর মাইয়া শ্যামা সরেন আচকা ঢাকাত
খেলতে যাবে,এর চেয়ে আর আনন্দের কি হতে পারে। খুশিতে আবেগ উৎফুল্ল হয়ে
এমন মন্তব্য করলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর আদিবাসী পল্লীর হত-
দরিদ্র কৃষাণী রোজিনা সরেন।
প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা-১৭ সালে অনুষ্ঠিত ক্রিড়া
প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে
ক্রিকেট বল নিক্ষেপে (খ-বিভাগ ছাত্রী) প্রথম স্থান অর্জন করে সে আজ জাতিয়
পর্যায়ে অংশ গ্রহন করতে যাচ্ছে সে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এক চালা
টিনের ঘরের বারান্দায় বসে পড়াশুনা করছে বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্যামা সরেন। তার বাবা একজন রাজমিস্ত্রী ও মা কৃষাণী।
কষ্টে অর্জিত অল্প আয়ের উৎস থেকেই তার ৩ কন্যার লেখাপড়ার খরচের পাশাপাশি
চালাতে হয় তাদের সংসার। এত কষ্টের মাঝেও মেয়ের এ সাফল্যে মা-বাবা আজ
আনন্দিত। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা বানু বলেন, তার এ অর্জনে
আমরা গর্বিত। এখন শ্যামা জাতিয় প্রর্যায়েও এ সাফল্য অর্জন করতে পারে এজন্য
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।