বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ
গণহত্যা দিবসে শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করলেন শিক্ষক-শিক্ষার্থীরা।এছাড়াও রাত ১০টার দিকে ক্যাম্পাসে সব আলো নিভিয়ে শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করে।
এর আগে জবি শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে ‘২৫শে মার্চ গণহত্যা দিবস’ শীর্ষক এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাড. কাজী নজিবুল্লাহ হিরু, জবি কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূইঁয়া।