বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ অাজ ২৬ মার্চ।বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালীর উপর ইতিহাসের নিষ্ঠুরতম গনহত্যা চালায়। অাজকের কালো রাত্রিতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী অর্তকিতে হামলা চালিয়ে ইতিহাসের বর্বরতম অধ্যায়ের সূচনা করে। আর এই হামলার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা হয়। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ থেকে গনহত্যা দিবস হিসেবেও পালিত হবে।জাতীয় সংসদের গত অধিবেশনে আজকের দিনটিকে গনহত্যা দিবস হিসেবে স্বীকৃত দিয়েছে।