সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কলেজ ছাত্র সাজিদের হত্যাকারীদের ফাসিঁর
দাবীতে বিক্ষোব মিছিল ও মানববন্ধ অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে জয়নাল
আবেদিন কলেজের ছাত্রদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোব মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে মধ্য বাজারে
মিলিত হয়। সর্বস্থরের জনসাধারনের অংশ গ্রহনে মধ্য বাজারে ঘন্টা ব্যাপী
অনুষ্টিত মানববন্ধে বক্তব্য রাখেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
বোরহান উদ্দিন,হাফিজ উদ্দিন পলাশ,বাবরুল হাসান বাবলু,মেহেদী হাসান
উজ্জল,আলমগীর খোকন,জাহাঙ্গীর আলম,তোজাম্মল হক নাছরুম,ইয়াসির আরাফাত
অপু তালুকদার,তানসেন তালুকদার প্রমুখ। বক্তরা গত শুক্রবার রাত সাড়ে ১১টায়
লক্ষিপুর গ্রামে কলেজ ছাত্র সাজিদ মিয়া (১৯) কে নৃশংস ভাবে হত্যাকারীদের
দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে কঠিন শাস্তি ফাসিঁর দাবী করেন।