সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৪৮) কুপিয়ে হত্যা চেষ্টা মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তারা হলেন, সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আব্দুল বারীর ছেলে নুর বাছাড় ও ধুলিহর গ্রামের জাহিদুর রহমান বিশ্বাস।
রোববার (৩ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া এ ঘটনায় ধুলিহর গ্রামের শহীদুল ইসলাম ও একই গ্রামের আলমগীর নামে আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে দু’দিন পেরিয়ে গেলেও তাদের গ্রেফতার দেখানো হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, হত্যা প্রচেষ্টা মামলার তদন্তভার রোববার ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি এনামুল হক জানান, ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রথমদিনই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২ জুলাই ভোর ৪টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।
ওইদিন রাতেই মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু খাঁ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।