হেলাল শেখ, ঢাকা ঃ
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ঢাকার নিকটবর্তী সাভার নবীনগর জাতীয়
স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল
হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি
পাঠাগারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জানা গেছে, ঢাকার সাভারে বিভিন্ন সংগঠন বিশেষ দিনগুলো পালন করছে। এর সঙ্গে
নতুন একটি সংগঠন- “বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নেতা
কর্মীগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সংগঠনটির সাভার উপজেলা
সভাপতি- জিএম নজরুল ইসলাম নিরব, সাভার থানা সভাপতি-হুমায়ন কবীর, আশুলিয়া
থানা সভাপতি-এরশাদুল হক এবং মুঈন সরকার, এম জামান, ওহিদুল ইসলাম, মোস্তফা
পিকুল ইসলামসহ শতাধিক নেতা কর্মী জাতীয় বিশেষ দিনগুলো পালন করে আসছেন।
বিশেষ দিনের মধ্যে ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম
দিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসসহ বিশেষ দিনগুলো পালন করে আসছেন এই
সংগঠনের নেতা কর্মীগণ।
রবি বার ভোর ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন রাজনৈতিক
নেতা কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ৪৬ তম স্বাধীনতা দিবসের প্রথম
প্রহর ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুস্পস্তবক
অর্পণ করেন রাস্ট্রপতি। তার পরপরই প্রধানমন্ত্রী পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা
১৯৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজায়।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে খুলে দেয়া হয় স্মৃতিসৌধের
প্রধান ফটক। এ সময় হাজার হাজার মানুষের মুখে বিজয়ের ডাক জয় বাঙলা’র
স্লোগান দিতে দেখা যায়। আগতদের অনেকেই “২৫ মার্চ” আন্তর্জাতিক ভাবে
গণহত্যা দিবস পালনের স্বীকৃতি আদায়ের জন্য সরকারের জোর তৎপরতা চালানোর
আহ্বান জানান।