ঢাকা: জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জাতীয় ঐক্য না করতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন শর্ত দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আর্মি স্টেডিয়ামে গুলাশানে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
উল্লেখ্য, গুলশানে একটি হোটেলে সন্ত্রাসীদের হামলায় ২০ নাগরিকসহ ২৮ জন নিহত হওয়ার পর গতকাল রোববার জঙ্গি ও সন্ত্রাস দমনে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার এ ঐক্যের ডাকের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ শর্ত দিয়ে বলেছেন, ঐক্য করতে হলে খালেদা জিয়াকে ক্ষমতা চাইতে হবে এবং জামায়াত ছাড়তে হবে।