সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের সামনে ৩১২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ডাম্বুলায় বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার খানিকবাদেই শুরু হয় বৃষ্টি। সময়ের সঙ্গে পাল্লা দিয়েছে বেড়েছে বৃষ্টির বেগ।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় সময় রাত পৌনে ৯টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তিনি।
এর আগে বৃষ্টির কারণে রনগিরি স্টেডিয়ামের উইকেট ঢেকে ফেলা হয়েছিল। এরপর প্রায় পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে কাভারে।
ম্যাচে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে কুশল মেন্ডিসের ১০২ ও উপুল থারাঙ্গার ৬৫ রানের সুবাদে ৩১১ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। শেষ ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ।
এই ম্যাচে ভয়াবহ চাপের মুখে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আজ জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া চেষ্টাই করতেন লঙ্কান ক্রিকেটাররা। কারণ, ২০১৫ সালের ডিসেম্বর থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে একটিও ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা। একে একে হেরেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার বাংলাদেশের বিপক্ষেও সেই একই হতাশায় ডুবতে হতে পারে লঙ্কানদের।