মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ২৯ মার্চ বুধবার কমিউনিটি পুলিশিং
সমাবেশ ও মাদক বিরোধী কনসার্ট ২০১৭ এর প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা
পুলিশ। মুন্সীগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম যোগদানের পর
থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন। ৭ মাস পূর্বে যোগদান
করেই বিগত ৭ মাসে ২৮৬ টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিলসহ ১০,১৪৫ টি
ওয়ারেন্ট তামিল করে। যার মধ্যে মাদক মামলার আসামীই বেশী। জেলায় এখন মাদকের
সংখ্যা নেই বললেই চলে। অস্ত্র উদ্ধারেও ব্যাপক সফলতা অর্জন। কমিউনিটি পুলিশিং
কমিটির মাধ্যমে মাদক, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস প্রতিরোধের সামাজিক
প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। জেলার প্রত্যান্ত অঞ্চলেও কমিউনিটি
পুলিশিং এর মাধ্যমে মাদকের ভয়াবহতা এবং প্রতিরোধসহ সচেতন বৃদ্ধি করতে
পেরেছেন তিনি। সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও শতভাগ সফলতাও
অর্জন জেলা পুলিশ। দক্ষতার সাথে কাজ করে অল্প দিনেই পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার
সাধারন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি ঘোষনা
দিয়েছিলেন, জেলায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে তালিকা করে
পূনর্বাসন করা এবং মাদকসেবীদের চিকিৎসা করিয়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে
পৌছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।পুলিশই জনতা – জনতাই পুলিশ এই
স্লোগানকে বুকে ধারন করে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে এই কমিউনিটি
পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে। এ লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন
করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, মাননীয়
মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকার, মুখ্য আলোচক হিসাবে থাকবেন, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এ কে
এম শহীদুল হক বিপিএম, পিপিএম । জেলার বিভিন্ন উপজেলা থেকে কমিউনিটি
পুলিশিং সদস্যসহ সর্ব স্থরের প্রায় ৭০ হাজারেও বেশী লোকের সমাগম ঘটবে বলে
ধারনা করা হচ্ছে। অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে, দুপুর ২:৩০ মিনিটে মুন্সীগঞ্জ
পুলিশ লাইন্স হতে স্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকাল ৩ টায় সভাপতির
ভাষনের মধ্য দিয়ে শুরু হবে সমাবেশের কার্যক্রম। সন্ধ্যায় রয়েছে মাদক বিরোধী
কনসার্ট। এতে দেশ বিদেশের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করবেন। পুলিশ
সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক
বিরোধী কনসার্টে উপস্থিত থাকার জন্য জেলার সর্ব স্থরের সাধারন মানুষকে
আমন্ত্রন জানিয়েছেন।#