শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা ফুলছড়ি উপজেলার
কঞ্চিপাড়া নজরুল হক আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী
জেমি আকতারের হামলাকারি বখাটে নাইম উদ্দিনকে গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও এক
মানবন্ধনের কর্মসূচী পালন করে। স্থানীয় এলাকাবাসি এই মানববন্ধন
কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা নারী মুক্তি কেন্দ্রের সাধারণ
সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা ছাত্র ইউনিয়ন জেলা সংসদের
সাবেক সাধারণ সম্পাদদক রানু সরকার, কঞ্চিপাড়া আঞ্চলিক শাখার
সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, যুব সংগঠনের মতিয়ার রহমান,
বাসদ মাকর্সবাদীর অফিজ উদ্দিন প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে
বখাটে নাইম উদ্দিনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উলেখ্য, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুরে ২৯ মার্চ
বিকেলে স্কুল ছুটির পর জেমি আকতার বাড়ি আসার সময় বখাটে তার উপর
হামলা করে।