প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকরা এ পেশায় থাকার উপযুক্ত নয়। এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জড়িত শিক্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।
আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা চলাকালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কেউই কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
শিক্ষকদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকের মর্যাদা রাখার জন্য আপনারা সচেতন হোন। শিক্ষকের নামধারী যারা এসব অপকাজ করছে তাদের চিহ্নিত করে আইনের নিকট সৌপর্দ্য করুন।’