ঢাকা : গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের কফিনে এ ফুলেল শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা আগেও এ ঘটনার নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের আজ শেষ দিন।
প্রসঙ্গত, ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে গত শুক্রবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক।