বাংলার প্রতিদিন ডটকম ,
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক করবে ঢাকায় সফররত কানাডিয়ান প্রতিনিধি দল। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। কানাডিয়ান পার্লামেন্টের সদস্য নাথানিয়েল ইরসকিন স্মিথ কানাডিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে দুই দেশের আর্থ-সামাজিক, রাজনীতি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।